ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনায় ভাতিজার হাসুয়ার কোপে প্রাণ হারালেন চাচা মতিউর রহমান মতি (৬০)। আহত হয়ে হাসপাতাল বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন নিহতের ছেলে ইনছান আলী (২৪)। এতে উভয় পক্ষের কমপক্ষে ৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বেলা এগারোটার দিকে উপজেলার নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া ছাউবোনা এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় গ্রামবাসী জানায়, উপজেলার নিমপাড়া ইউনিয়নের পশ্চিম ভাটপাড়া এলাকার ঝাউবোনা গ্রামের জনৈক জলিল মন্ডলের দুই ছেলে খলিলুর রহমান ও মতিউর রহমান। পিতার মৃত্যূর পর থেকে খলিল তার ভাই মতিউর রহমানকে পিতার রেখে যাওয়া সম্পত্তি ভাগ ভাটোয়ারার না করে দিয়ে একাই ভোগ দখল করে আসছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে খলিল ও মতিউর রহমানের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে মতিউর রহমান আবারো পিতার রেখে যাওয়া জমি ভাগ ভাটোয়ারা করার জন্য কথা বলতে গেলে দুই ভায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই ভায়ের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে খলিলের ছেলে তোতা মিয়া হাসুয়া দিয়ে এলাপাতারী ভাবে মতিউর ও তার ছেলে ইনছান আলীকে কোপাতে তাকে। এ ঘটনা দেখে মতিউরের বোনের ছেলে কামরুল ইসলাম এগিয়ে এলে তাকে বেধরক মারপিট করা হয়। শুরু হয় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ। এ ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মতিউর রহমান। আহত অবস্থায় তোতা মিয়া, খলিলুর রহমান, পিয়ার আলী, ইনছান আলী ও কামরুল ইসলামকে উদ্ধার করে পাশের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে নিহত মতিউ রহমানের ছেলে ইনছান আলীর অবস্থা আশঙ্কা জনক বলে দাবি করেন এলাকাবাসী। এ ঘটনার পর থেকে খলিলের পরিবারের নারী পুরুষ সকলেই বাড়ীতে তালা ঝুলিয়ে দিয়ে পালিয়েছে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে সেখানে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ তরা হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা। তবে ঘটনার পর থেকে ঘাতকদের বাড়ীতে তালা ঝুলিয়ে তাদের পরিবারেরর লোকজন পালিয়েছে।