ধূমকতেু প্রতিবেদক : রাজশাহী গোদাগাড়ী উপজেলা প্রেমতলী শ্রী পাঠ খেতুরি ধামের খামারি মন্দিরে প্রোণোদনার টাকাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে ম্যানেজার গোবিন্দ পালের বিরুদ্ধে। এরই প্রতিবাদে এলাকাবাসি ও মন্দিরের শুভকাঙ্খিরা মানববন্ধন করেছেন।
শুক্রবার সকালে প্রেমতলী শ্রী পাঠ খেতুরি ধামের খামারি মন্দিরে সামনে এই মানবন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে সাবেক এরিয়া ম্যনেজার শ্রী গোপালচন্দ্র ঘোষ বলেন, ম্যানেজার গোবিন্দ পাল মন্দিরের দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক দুর্নীতি করেই চলেছে। এরইমধ্যে গত কিছুদিন আগে মন্দিরে কড় বড় ১৮-২২ গাছ বিনা রেজিলেশন ছাড়াই কেটে বিক্রি করেছেন।
এছাড়াও মন্দিরে ভোক্তদের জন্য যে চাল ভোগনের জন্য বরাদ্ধ দেওয়া হয়েছে সেটি ভোক্তদের সুষ্ট বন্টন করা হয়না। এর আগে খামরি স্টাট প্রকল্প ২০ হাজার দান করেন নয়টি গবাদিপশুর খাদ্য উন্নয়নের জন্য। সেটিও সে আত্মসাৎ করার চেষ্টা করেন ম্যানেজার গোবিন্দ পাল । আর তার এসব অপকর্মের সহযোগীতা করে যাছেন শ্রী রতন কুমার দাশ ও কানাই দাশ। তাদের এসব অনিয়মের প্রতিবাদ করতে গেলে আমাকেও তারা বহিস্কার করেন। এসময় সাবেক এরিয়া ম্যনেজার শ্রী গোপালচন্দ্র এই দুর্নীতি রুখতে ও জড়িতদের আইনের আওতায় আনতে সরকারের হস্তক্ষপে কামানা করেন।
এ বিষয়ে অভিযুক্ত ম্যানেজার গোবিন্দ পাল বলেন, আমার বিরুদ্ধে যারা এসব কুৎসা রটিয়ে বেড়াচ্ছে তারা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের এসব করছে হয়তো। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন।
গোদাগাড়ীর প্রেমতলী শ্রী পাঠ খেতুরি ধামের খামারি মন্দিরে প্রোণোদনার টাকাসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে ম্যানেজারের বিরুদ্ধে মানববন্ধন।