ধূমকেতু প্রতিবেদক, লালপুর : নাটোরের লালপুরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কোরআন খানি, দোয়া মাহফিল,পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার (১৫ আগস্ট) সকালে নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ আওয়ামী লীগের নেতা কর্মীরা লালপুর উপজেলা পরিষদে স্থাপিত জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে লালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নাটোর-১ (লালপুর- বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসময় উপস্থিত ছিলেন, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস্কন্দার মির্জা, আজবার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আসম মাহামুদুল হক মুকুল, আলাউদ্দিন আলাল, গোলাম কাওসার, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সদস্য ফিরোজ আল হক ভুইয়া, শহীদ মমতাজ উদ্দিনের ছেলে শামিম আহমেদ সাগর সহ লালপুর উপজেলা, গোপালপুর পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নের্তৃবৃন্দ। আলোচনা সভা শেষে যুব ঋণ ও পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া লালপুর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, লালপুর উপজেলা দলিল লেখক সমিতি ও গোপালপুর পৌরসভার পক্ষ থেকে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাদ যোহর গোপালপুর পৌরসভা ভবনে দোয়া মাহফিল করা হয়।