ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ধূমকেতু নিউজের প্রধান প্রতিবেদক আল ফাত্তাহ সামাদের পিতা বিশিষ্ট চিন্তাবিদ ও বুদ্ধিজীবি প্রফেসর ড. এবনে গোলাম সামাদ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (১৫ আগস্ট) সকাল সাড়ে দশ টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৯২ বছর। মৃত্যুকালে তিনি চার ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ গুণাগ্রহী রেখে গেছেন।
মরহুমের জানাযার নামাজ আজ বাদ আসর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাযা শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হবে।
বিশিষ্ট চিন্তাবিদ ও বুদ্ধিজীবি প্রফেসর ড. এবনে গোলাম সামাদের ছেলে আল ফাত্তাহ সামাদ জানান, দীর্ঘদিন ধরেই আমার বাবা অসুস্থ ছিলেন। প্রায় ২০/২৫ দিন আগে তিনি করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরবর্তীতে করোনা নেগেটিভ হলেও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়নি। আজ রোববার সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।