ধূমকেতু প্রতিবেদক, নুরজ্জামান, বাঘা : রাজশাহীর বাঘা সীমান্ত এলাকার পদ্মার চরাঞ্চল থেকে একটি দেশীয় পিস্তল, একটি পাইপগান, দু’নল বিশিষ্ট একটি বন্ধুক, তিন রাউন্ড গুলি এবং একটি নৌকাসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ আগষ্ট) সকাল ১০ টায় চরাঞ্চলের লক্ষী নগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খবর পেয়ে চারঘাট সার্কেলের সিনিয়ার (এ.এস.পি) প্রনব কুমার বাঘা থানায় এসে ডাকাতদের সাথে কথা বলেন।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফরাক ডাঙ্গা গ্রামের মৃত সোলেমান মন্ডলের ছেলে মোমিন মন্ডল (২৫), একই উপজেলার ফিলিপ নগর গ্রামের বাবু প্রামানিকের ছেলে মিঠন (২২) ও এনামুল সর্দারের ছেলে তুহিন সর্দার (২৪)।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত ডাকাত দল একটি নৌকা এবং দেশীয় আস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে মাঝে মধ্যে কুষ্টিয়ার দৌলতপুর সীমানা পেরিয়ে বাঘার পদ্মা নদী এলাকায় প্রবেশ করে ইজারা নেয়া বালি (মহল)উত্তোলন কারীদের কাছ থেকে মোটা অংকের চাঁদা নিয়ে যায়। অন্যথায় তাদেরকে মেরে ফেলার হুমকি দেয়। এমন অভিযোগ তাঁদের কাছে ছিলো। এর আগে দিনে দুপুরে চরাঞ্চলে ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ডাকাতদের যান-বাহন হিসাবে রয়েছে শক্তিশালী টলার বিশিষ্ট নৌকা।
এদিকে, রোববার সকাল ১০ টায় বাঘার লক্ষী নগর মোল্লাপাড়া গ্রামের বারেক মোল্লার বসত বাড়ীর বাহিরে একটি কাঁঠাল গাছেন নিচে ছিন্তায় অথবা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান নেয় অস্ত্রধারী তিন ডাকাত। গোপন সংবাদের ভিত্তিতে এ খবরটি জানতে পান বাঘা থানার উপ-পরিদর্শক (এস.আই) রবিউল ইসলাম। তিনি একদল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে পৌছান এবং অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন (সাজু) জানান, পদ্মার চরাঞ্চল গ্রাম গুলো ফাঁকা (বসতি)পূর্ণ এলাকা। এখানে বিগত সময়ে দিনে দুপুরে ডাকাতি হওয়ার নজির রয়েছে। আমরা যে তিন জনকে আটক করেছি তাদের নামে বিভিন্ন থানায় মাদক, চোরাচালন, ছিনতায় ও ডাকাতি মামলা রয়েছে।
চারঘাট সার্কেলের সিনিয়ার (এএসপি) প্রনব কুমার স্থানীয় গণমাধ্যম কর্মীদের বলেন, বাঘা থানা পুলিশ জীবনের ঝুকি নিয়ে অস্ত্রধারী যে তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে এজন্য তারা প্রশংসার দাবিদার। আমি গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।