ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বেসরকারী উন্নয়ন সংস্থা দিনের আরো হিজড়া সংঘ এর মাধ্যমে হিজরাদের মধ্যে মঙ্গলবার ত্রাণ সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
রুরাল আন্ডার প্রিভিলাইজড এ্যান্ড ল্যান্ডলেস ফারমার্স অর্গানাইজেশন (রুলফাও) এর আয়োজনে করোনা ভাইরাস এর জরুরী ত্রাণ সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এএলআরডি এর সহযোগিতায় মোট ৪০জন হিজড়ার মধ্যে এই ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ২টি সাবান ও ২টি মাস্ক।
এসময়ে শহর সমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, রুলফাও এর সভাপতি মিনহাজ উদ্দিন মিন্টু, পরিচালক আফজাল হোসেন, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা, নেট টু রাইটস এর প্রতিনিধি মেরাজুল ইসলাম ও বস্তি উন্নয়ন সংস্থার পরিচালক হাসিনুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।