IMG-LOGO

বুধবার, ২৮শে আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে সফর ১৪৪৬ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রভাবশালীদের নামে-বেনামে ঋণ আত্মসাতের হিসাব হচ্ছে’পোরশায় আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা অনুষ্ঠিতনাচোলের সাংবাদিক মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢলধামইরহাটে দূর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিতকানাহার দিঘির চার পাশে গাইডওয়াল নির্মান আশ্বাস পৌর প্রশাসকমিথ্যা মামলা, চাঁদাবাজি ও টোল আদায় নিয়ে সমন্বয়ক সারজিসের বার্তা‘১/১১ এর মতো বিএনপিকে লক্ষ্য করে ক্যাম্পেইন শুরু হয়েছে’নওগাঁয় মাদক মামলায় দুইজনের মৃত্যুদণ্ডগোদাগাড়ীতে বাসের সাথে ব্যাটারী চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতজামায়াতে ইসলামী নিষিদ্ধের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারিশহিদ আস-সাবুর (সাবরু)র পরিবারকে জামায়াতের ১ লক্ষ টাকা অনুদান প্রদানতত্ত্বাবধায়ক প্রকৌশলীর দায়িত্ব পাওয়ায় পরাগকে রাসিক কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছাগোমস্তাপুরে প্রাণিসম্পদ কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধনশিক্ষার্থীদের আল কোরআন মাজিদের সবক প্রদান অনুষ্ঠিততুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে হত্যার চেষ্টা
Home >> রাজশাহী >> গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নগর আ.লীগের সমাবেশ

গ্রেনেড হামলা দিবস উপলক্ষে নগর আ.লীগের সমাবেশ

ধূমকেতু প্রতিবেদক : ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে শনিবার বিকাল ৫টায় সাহেব বাজার জিরো পয়েন্টে গ্রেনেড হামলায় শহীদদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি শাহীন আকতার রেনী।

সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম।

এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ২০০৪ সালের ২১ আগস্টে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হচ্ছিল। শেখ হাসিনা’র বক্তব্য শেষ হওয়ার পরই সেখানে ভয়ঙ্কর শব্দে গ্রেনেড বিস্ফোরণ হয়। প্রতি দশ মিনিটের ব্যবধানে সেখানে একের পর এক গ্রেনেড বিস্ফোরণ হয়। ঘাতক দল সেদিন আরেকবার ৭৫এর ১৫ আগস্ট রচনা করতে চেয়েছিলো। তারা আওয়ামী লীগকে এ দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিলো। কিন্তু তাদের উদ্দেশ্যে সফল হয়নি। মহান আল্লাহ্র অশেষ রহমতে সেদিন শেখ হাসিনা বেঁচে যান। কিন্তু আওয়ামী লীগের অনেক নেতাকর্মী সেদিন শহীদ হয়। আমি তাঁদের আত্মার মাগফেরাত কামনা করছি। এই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী হলো তারেক জিয়া। খালেদা জিয়ার নির্দেশে তারেক জিয়া সেদিন গ্রেনেড হামলা করিয়েছিলো। তারেক জিয়াকে অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্টের রায় কার্যকর করার দাবী জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. আসিফ নজরুলের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, আওয়ামী লীগের কর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক, তারা কখনো দেশ ছেড়ে যাবে না, রক্ত দেবে, লড়াই করবে, দেশ ছেড়ে পালাবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি, বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন, আমাদের পিতা দেশের জন্য শহীদ হয়েছেন। আগামীতে দেশকে নিয়ে আর যদি কেউ ষড়যন্ত্র করে, তাহলে তাদের শেষ দেখে ছাড়বো আমরা। বিএনপি-জামাতের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে।

তিনি আরো জানান, মহামারি করোনাতে সারাদেশের ক্ষতিগ্রস্থ মানুষদের দফায় খাদ্য ও নগদ অর্থ সহায়তায় দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জনগণের জন্য বিনামূল্যে ভ্যাকিসিনের ব্যবস্থা করেছেন। দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বক্ষেত্রে দেশের উন্নয়ন করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ-জনগণ সেটি বুঝতে পেরেছে। তাই আগামী নির্বাচনে আওয়ামী লীগকেই জনগণ বিজয়ী করবে।

ডাবলু সরকার বলেন, ২০০৪ সালের আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার প্রতিবাদ সমাবেশে বক্তব্য শেষ করার পর সেখানে বৃষ্টির মতো গ্রেনেডের বর্ষণ হয়। সেদিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী শহীদ হয়। মহান আল্লাহ্র অশেষ রহমতে বেঁচে যান শেখ হাসিনা। এই গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়া বর্তমানে বিদেশে অবস্থান করছে। এই তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে ২১ আগস্টের রায় কার্যকর করার দাবী জাানচ্ছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরে সৈয়দ শাহাদত হোসেন, বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, কৃষি সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, দপ্তর সম্পাদক মাহাবুব-উল-আলম বুলবুল, প্রচার সম্পাদক দীলিফ কুমার ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, ধর্ম সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মহিলা সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, যুব ও ক্রীড়া সম্পাদক মকিদুজ্জামান জুরাত, শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক, শ্রম সম্পাদক আব্দুস সোহেল।

আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক সম্পাদক কামারউল্লাহ সরকার কামাল, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য অ্যাড. মোজাফফর হোসেন, নজরুল ইসলাম তোতা, শাহাব উদ্দিন, আশরাফ উদ্দিন খান, আতিকুর রহমান কালু, হাফিজুর রহমান বাবু, আব্দুস সালাম, তোজাম্মেল হক বাবলু, মজিবুর রহমান, ইসমাইল হোসেন, বাদশা শেখ, আলিমুল হাসান সজল, খায়রুল বাশার শাহীন, মোখলেশুর রহমান কচি, কে.এম জুয়েল জামান, আশীষ তরু দে সরকার অর্পণ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাহজালাল।

এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সদস্য মালিহা জামান মালা, ইপফাৎ আরা কামাল, নগর কৃষক লীগ সভাপতি রহমতুল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, নগর মহিলা লীগ সভাপতি সালাম রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাড. ইসমত আরা, নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ডাঃ সিরাজুম মুবিন সবুজ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2024
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031