ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় জাল নোটসহ পিন্টু হাওলাদার (৩৫) নামে একজনকে আটক করেছেন র্যাব সদস্যরা।
আটককৃত পিন্টু হালদার (৩৫) বাঘা উপজেলার আড়ানী চকসিংগাপাড়া গ্রামের মৃত নিত্য হালদারের ছেলে।
রোববার (২২ আগস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদে উপজেলার দীঘলকান্দি গ্রামে এলাকায় চালায় র্যাব সদস্যরা। এ সময় তার কাছে সাতাশ হাজার পাঁচশত টাকার জাল নোট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।