ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদের ৩৩তম সভা গতকাল রোববার একাডেমির সংগ্রহশালায় অনুষ্ঠিত হয়।
অত্র একাডেমি এবং সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার ও অত্র একাডেমির সভাপতি ডক্টর হুমায়ুন কবীর।
সভায় উপস্থিত ছিলেন, সংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির কার্যনির্বাহী পরিষদের সদস্য জহুরা খাতুন, একাডেমির উপপরিচালক ও রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কল্যাণ চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, যোগেন্দ্রনাথ সরেন, চিত্তরঞ্জন সরদার, সুসেন কুমার শ্যামদুয়ার, কামিল্লা বিশ্বাস ও কলেস্তিনা হাঁসদা।
আরও উপস্থিত ছিলেন, একাডেমির গবেষণা কর্মকর্তা বেনজামিন টুডু, সংগীত প্রশিক্ষক মানুয়েল সরেন, কবির আহম্মেদ বিন্দু ও নাটক প্রশিক্ষক লুবনা রশিদ সিদ্দিকা কবিতা।
সভায় ২০২১-২০২২ অর্থ বছরের বার্ষিক ক্যালেন্ডার অনুমোদন করা হয়। এছাড়া আদিবাসী সম্প্রদায়ের প্রতিটি জাতিগোষ্ঠির জনগণের সমন্বয়ে মেলা করা এবং বিভাগের বিভিন্ন স্থানে অনুষ্ঠান বা কর্মসূচী পালন করা বিষয়ে আলোচনা হয়। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমার এঁর ৭ মার্চের স্বাধীনতার ঐতিহাসিক ভাষন আদিবাসীদের বিভিন্ন ভাষায় প্রকাশ করা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। সেইসাথে চলমান কার্যক্রম বেগমান এবং আগামীর কর্মসূচীগুলো সচ্ছতা এবং সবার অংশগ্রহনে করার নির্দেশনা দেয়া হয় সভা থেকে।