ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুরে জাতীয় মৎস সপ্তাহের দ্বিতীয় দিনে মৎস্যচাষীদের নিয়ে প্রশিক্ষণ, পোনা অবমুক্ত করণ ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।
রোরবার মোহনপুর উপজেলা চত্বরে পুকুরে মাছের পোনা অবমুক্ত করণ শেষে হলরুমে মৎস্য চাষীদের নিয়ে প্রশিক্ষণ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, মোহনপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
প্রধান অতিথি ছিলেন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহবুব হাসান রাসেল, উপজেলা সহকারি মৎস্য অফিসার তারিক মাসুম রেজা।
এসময় উপস্থিত ছিলেন, ক্ষেত্র সহকারী ইয়াসিন আলী, তারিকুল হক, খলিলুর রহমান প্রমুখ।