ধূমকেতু প্রতিবেদক : ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত বোয়ালিয়া পাড়া মহল্লা কমিটির সাধারণ সম্পাদক রিপন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
তার মৃত্যুতে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু এবং সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
রিপন এর জানাযার নামাজ রোববার বাদ যোহর রানীবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান কালু, ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সওকত জাহিদুল ইসলাম প্রিন্স, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রবিউল সরকার, ২০ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম আহŸায়ক মীর সাফি সজল, বোয়ালিয়া পাড়া মহল্লা কমিটির সভাপতি সিফাতুস সালেহীন বাবু প্রমুখ।
জানাযা শেষে হেতেম খাঁ গোরস্থানে তার দাফন কার্য সম্পন্ন করা হয়।