ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে বে-সরকারী সংস্থা রুলফাও আয়োজিত খাস জমি দখল বেদখল বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, তানোর উপজেলা নির্বাহী অফিসার পংকজ চন্দ্র দেবনাথ।
বে-সরকারী সংস্থা রুলফাও এর নির্বাহী পরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সেমাজ সেবা অফিসার মোহাম্মদ হোসেন, তানোর থানার এসআই হাফিজুর রহমান, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তানোর জোনের পরিদর্শক মুন্জুর রহমান।
রুলফাও তানোর অফিসের ম্যানেজার ইয়াসিন আলী উপস্থ্পানায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, তানোর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আশরাফুল ইসলাম রন্জু, সহ-সভাপতি আশরাফুল আলম, মামুনুর রশিদ মামুন, কোষাধক্ষ্য সোহেল রানা প্রমুখ।
এসময় বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন এলাকার জনসাধারণ অংশ গ্রহণ করেন।