ধূমকেতু প্রতিবেদক, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ২৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এনায়েত হোসেন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫ সদস্যরা।
আটককৃত মাদক ব্যবসায়ি এনায়েত হোসেন গোদাগাড়ী উপজেলার চকতাঁতাল গ্রামের শাহজাহান আলীর ছেলে।
রোববার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার বানেশ্বর বাজার এলাকায় ইয়ারাসহ তাকে আটক করা হয়।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বানেশ্বর বাজারে অবস্থান করেন। সে সময় পাবনা থেকে রাজশাহী গামী (ঢাকা মেট্টো-ব-১৪-৯৬১৭) একটি যাত্রীবাহী বাসে তল্লাসী করা হয়। এ সময় ২৭ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী এনায়েত হোসেনকে আটক করা হয়। পরে পুঠিয়া থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।