ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ও বাংলার জনপদ নিউজ পোর্টালের ম্যানেজার রফিকুল ইসলাম বিপুর বাবা নাসির উদ্দীন (৬৫) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
সোমবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন মেয়র।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, রাজশাহী মহানগরী ভদ্রা জামালপুর বিলের চক এলাকা নিবাসী নাসির উদ্দীন রোববার দিবাগত রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।