ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ বিভিন্ন মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ গ্রাম হেরোইন সহ শাহিমুল ইসলাম ডালিম (৩৯) কে গ্রেপ্তার করা হয়েছে। ডালিম উপজেলার গনিপুর ইউনিয়নের খালিমপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
এছাড়াও দুর্র্গাপুর উপজেলার পুরান তাহেরপুর গ্রামের শ্যামল রায়ের ছেলে নয়ন (৩৫) কে মাদক সহ আটক করা হয়েছে। অপরদিকে ২০ লিটার চোলাইমদ সহ শাহীন (২৫) কে গ্রেপ্তার করা হয়েছে। শাহীন শুভডাঙ্গা ইউনিয়নের সৈয়দপুর চকপাড়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে।
হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সইবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ মচমইল রাজবাড়িতে বসবাসরত উপজাতি সম্প্রদায়ের নিকট থেকে চোলাইমদ ক্রয় করে বাহির হওয়ার সময় শাহীনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে এক বছরের সস্ত্রম কারাদন্ডপ্রাপ্ত মোস্তাক (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। মোস্তাক শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের মৃত আহম্মেদ হোসেনের ছেলে। রোববার সন্ধ্যার পর থেকে রাতের বিভিন্ন সময়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, মাদক উদ্ধারের ঘটনায় তিন জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।