ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় আইসিটি বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতান সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অংশ গ্রহণ করেন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কম্পিউটার অপারেটর ও অফিস সহকারীসহ সংশ্লিষ্ঠ কর্মচারীগণ। সভায় ট্রেইনার (প্রশিক্ষক )এর দায়িত্ব পালন করেন বর্তমান সরকারের আইসিটি বিভাগের কর্মকর্তা নুরজ্জামান বিশ্বাস।
সভায় নির্বাহী কর্মকর্তা বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হল প্রযুক্তি বিদ্যার এমন একটি শাখা যার মাধ্যমে বৈদ্যুতিক উপায়ে তথ্য সংযোগ, সংগ্রহ, গঠন, প্রচার, বিতরণ ও বদলানো যায়। তথ্য প্রযুক্তির যুগে শিক্ষার উদ্দেশ্য পূরণ করতে হলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আধুনিক কাঠামোকে শিক্ষার সঙ্গে যুক্ত করার কোন বিকল্প নায়।
তিনি বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে হলে সরকারের বিভিন্ন দপ্তরের যারা কর্মরত আছেন তাদের তআইসিটি ও বিজ্ঞান বিষয়ে জ্ঞান অর্জন আবশ্যক।