ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার ৪টি হাফিজয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পৌর আওয়ামী লীগের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার রাজশাহীর-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনে নেতৃত্বে খাদ্য বিতরণের সময় উপস্থিত ছিলেন, মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, সহ সভাপতি সাবেক কাউন্সিল রুস্তম আলী প্রমানিক।
আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহেদুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, পৌর যুবলীগের সাবেক সভাপতি রোকমতজ্জামান টিটু প্রমুখ।