ধূমকেতু প্রতিবেদক, তানোর : তানোরে উপজেলা নির্বাহী অফিস, তানোর সহকারী কমিশনার (ভূমি) অফিস ও তানোর পৌরসভা তহসীল অফিস আকর্ষিক ভাবে পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবির ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
মঙ্গলবার দুপুরে আকর্ষিকভাবে এসে তানোর উপজেলা নির্বাহী অফিস ও তানোর সহকারী কমিশনার ভূমি অফিসসহ তানোর পৌরসভা তহসীল অফিস পরিদর্শন করেন।
এসময় নির্বাহী অফিস ও তানোর ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সাথে কার্যক্রম নিয়ে কথা বলে সন্তোস প্রকাশ করেন বিভাগীয় কমিশনার ও ডিসি।
এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার ও দায়িত্বপ্রাপ্ত তানোর সহকারী কমিশনার (ভুমি) পংকজ চন্দ্র দেবনাথ।
পরে বিভাগীয় কমিশনার ড. হুমায়ন কবির তানোর ভূমি অফিস চত্বরে একটি গাছের চারা রোপন করেন।
এসময় স্থানীয় সাংবাদিকসহ জনসাধারণ ও অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।