ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে আগস্ট মাসে ৩৫ জন নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮ জন শিশু ও ১৭ জন নারী।
গত মাসে রাজশাহীতে ৩ জন হত্যা, ২ জন হত্যার চেষ্টা, একজনের আত্মহত্যা, ১৬ জনের ধর্ষণ-যৌন নির্যাতন ও পর্নোগ্রাফী, ৬ জনকে নির্যাতন এবং ৭ জন নিখোঁজ-অপহরণের তথ্য পাওয়া গেছে।
নগরীতে দীর্ঘদিন যাবৎ নারী ও শিশুর উন্নয়নে কাজ করছে উন্নয়ন সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস)। লফস সংস্থার ডকুমেন্টেশন সেল থেকে রাজশাহীর প্রচারিত দৈনিক পত্রিকার সংবাদের ভিত্তিতে নিয়মিত নারী ও শিশু নির্যাতনের পরিস্থিতি প্রকাশ করে।
আগষ্ট মাসের নারী ও শিশু নির্যাতন পরিস্থিতির তথ্য তুলে ধরা হলো :
বিষয় | শিশু | নারী | মোট নির্যাতন |
হত্যা | ১ জন | ২ জন | ৩ জন |
হত্যার চেষ্টা | ২ জন | ২ জন | |
আত্বহত্যা | ১ জন | ১ জন | |
ধর্ষণ | ৬ জন | ৬ জন | |
ধর্ষণ চেষ্টা | ১ জন | ১ জন | |
যৌন নির্যাতন | ৪ জন | ৩ জন | ৭ জন |
অপহরণ | ২ জন | ১ জন | ৩ জন |
নিখোঁজ | ৩ জন | ১ জন | ৪ জন |
নির্যাতন | ১ জন | ৫ জন | ৬ জন |
পর্নোগ্রাফী | ২ জন | ২ জন | |
সর্বমোট | ১৮ জন | ১৭ জন | ৩৫ জন |
লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন, সংবাদ পত্রে প্রকাশিত ঘটনার বাইরেও অনেক ঘটনা ঘটে যা প্রকাশিত হয় না। কোন তথ্য জানা যায় না এমন বাস্তবতায়। রাজশাহীতে নারী ও শিশু নির্যাতনের প্রকাশিত তথ্য হতাশাজনক যা কখনও সামান্য কমলেও আবার ধর্ষণের ক্ষেত্রে উর্ধমূখী। রাজশাহী অঞ্চলে নারী-শিশু নির্যাতনসহ সার্বিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।
তিনি বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিত করা না গেলে ক্রমশই অপরাধীরা উৎসাহিত হবে এবং অপরাধের মাত্রা বৃদ্ধি পাবে। লফস সকল নারী-শিশু নির্যাতন ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত স্বাপেক্ষে অপরাধীর কঠোর শাস্তির দাবী জানায়।