ধূমকেতু প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃদ্ধার বয়স আনুমানিক ৭০। বুধবার রাতে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যাক্তির নাম সুনীল হেমব্রত ( ৫০)।
বৃহস্পতিবার দুপুরে বৃদ্ধার নাতী বলেন, আমার নানী বাইরের একটি ঘরে থাকতেন। তিনি সকাল থেকেই কান্নাকাটি করছিলেন। এরপরে তিনি তার প্রতিবেশী সুনীলের নাম নেয়। তারপর আমরা পুলিশের কাছে যাই।
এই বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, বৃদ্ধার মেয়ে থানায় এসছেন। আমরা লিখিত অভিযোগ নিচ্ছি। বৃদ্ধার রক্তপাত হচ্ছিল তার কারনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে। রিপোর্টের উপর ভিত্তি করে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। অভিযুক্ত সুনীল আমাদের পর্যবেক্ষণে আছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টারের ইনচার্জ ডা. মনিরা বলেন, দুপুরে একজন বৃদ্ধা এসেছেন। আমরা পরীক্ষার জন্য আউটডোরে পাঠিয়েছি। পরীক্ষা শেষে সবকিছু বুঝতে পারবো।