ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় রাজশাহীর বাগমারায় খামারী এবং কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৯টায় প্রাণিসম্পদ দপ্তরের হলরুমে উপজেলার ৩টি সিআইজি ভুক্ত সমিতির ৯০ জন নারী-পুরুষ সদস্যদের নিয়ে প্রাণিসম্পদের উন্নয়নে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এস. এম. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এসটিপি) কুতুবে রাব্বানী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডাঃ মহরম হোসেন। অন্যান্যের মধ্যে ছিলেন, ভিএফএ শাহিনুর ইসলাম, এলএফএ শহিদ মোস্তফা প্রমুখ।
প্রশিক্ষণ শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত্বরে একটি ফলদ বৃক্ষ রোপণ করেন।