ধূমকেতু প্রতিবেদক : এলাকার জলদুর্ভোগ নিরসনে সাধারণ মানুষের সাথে হাতে কোদাল নিয়ে ড্রেন খননের কাজে নেমেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ।
বিভিন্ন এলাকায় অপরিকল্পিতভাবে পুকুর খননের কারণে বৃষ্টির অতিরিক্ত পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। যার কারণে বর্ষার শুরু থেকে উপজেলার বেশীর ভাগ নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছে। জলদুর্ভোগ নিরসনে ইউএনও’র তৎক্ষণিক পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সুবিধাভোগি এলাকার সাধারণ লোকজন।
শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল বলেন, অপরিকল্পিতভাবে যেখানে সেখানে পুকুর খননের কারণে গত বছর এই এলাকায় ব্যাপক জলাবদ্ধতা দেখা দিয়েছিল। বিষয়টি ইউএনও’র নজরে আনলে তার উদ্যোগে এবার বর্ষার আগেই কয়েকটি বিল অতিক্রম করে প্রায় ৭ কিলোমিটার নালা খনন করা হয়েছে। যার ফলে ওই এলাকা গুলোতে এবার আগেরমত আর জলাবদ্ধতা হয়নি।
বেলপুকুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান বদি বলেন, মাহেন্দ্রা এলাকায় প্রায় এক দশক ধরে পানি প্রবাহের খাল দখল করে একটি প্রভাবশালী মহল মাছ চাষ করছিল। এতে বন্ধ হয়ে গিয়েছিলো খালের পানির স্বাভাবিক প্রবাহ। জলাবদ্ধতার শিকার হয়েছিলেন আশপাশের নিম্নাঞ্চলে বাসিন্দারা। তবে এপ্রিলের শুরুতে ইউএনও মহদয় খালটি দখল মুক্ত করেন। এরপর সেখানে নালা কেটে দেয়ায় স্বস্তি ফিরেছে পানিবন্দি মানুষের মাঝে।
ভালুকগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকবির হাসান বলেন, গত কয়েক বছরে এই ইউনিয়ন এলাকার কিছু লোকজন পানি প্রবাহের খাল ভরাট করে দেয়। যার কারণে বিভিন্ন বিলের পানি বেড়ে নিন্মাঞ্চল ডুবে যায়। বিষয়টি স্থানীদের নিয়ে একাধিকবার বসেও কোনো সুরাহা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হলে তিনি নিজে স্থানীয় লোকজন সাথে নিয়ে খালটি দখলমুক্ত করে খনন কাজে অংশ নেন। এরপর বাঁশবাড়িয়া এলাকায় অপর একটি ড্রেনও নতুন করে খনন করা হয়।
উপজেলা সদর এলাকার কামাল হোসেন বলেন, জলাবদ্ধতার দুর্ভোগের বিষয়ে যে কেউ ইউএনও স্যারকে অবহিত করলে তিনি তা তৎক্ষণিক নিরসন করেন। আমাদের পৌরসভার ৮ নং ওয়ার্ডে কয়েকজন প্রভাবশালী ব্যক্তি মাটি ভরাট করে পানি যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল। পরে তাকে বিষয়টি অবহিত করা হলে তিনি তৎক্ষনিক লোকজন নিয়ে ড্রেন খননে এগিয়ে আসেন। গত তিনদিন আগে সদর ইউনিয়নের পীরগাছা এলাকায় অপর একটি নতুন ড্রেন খনন করা হয়। সেখানে শ্রমিকদের উৎসাহিত করতে তিনি নিজেও কোদাল নিয়ে ড্রেন খননে যোগদেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শামসুনাহার ভূইয়া বলেন, প্রতিবছর জলাবদ্ধতার কারণে নিচু এলাকার লোকজন দীর্ঘদিন পানিবন্দি থাকেন। অনেক চাষিদের ফসলহানি ঘটে। তবে এ বছর ইউএনও’র উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ১০ কিলোমিটার নালা খনন সম্পন্ন হয়েছে। এরমধ্যে শিলমাড়িয়া ৭ কিলোমিটার, ভালুকগাছি এলাকায় প্রায় দেড় কিলোমিটার, পুঠিয়া ইউনিয়নের পীরগাছা এলাকায় ২৫০ মিটার ড্রেন খনন করা হয়। পৌরসভার ২ ও ৮ নং ওয়ার্ডের প্রায় ১০০ মিটার। এতে করে প্রায় পাঁচ হাজার চাষিরা উপকৃত হয়েছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল হাই মোহাস্মদ আনাছ বলেন, এই এলাকায় জলাবদ্ধতা একদিনে হয়নি। কিছু লোকজন নিজের সুবিধার কথা চিন্তা করে হাজারো মানুষকে দুর্ভোগে ফেলছেন। আমরা ইতিমধ্যে জলাবদ্ধতা নিরসনে কাজ শুরু করেছি। বর্তমানে সব এলাকায় ড্রেনেজ ব্যবস্থা হয়তো করা যাবে না। তবে শুকনো মৌসুম শুরু হলে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। সেই সাথে এলাকার জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।