ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আস্ক ইয়র লোকাল পুলিশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সোমবার দি এশিয়া ফাউন্ডেশনের অর্থায়নে ও উন্নয়ন সংস্থা মানব কল্যাণ পরিষদ-এমকেপি কর্তৃক বাস্তবায়নাধীন ‘পিস’ প্রকল্পের আওতায় গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের (ইউপি) ৬ ও ৭ নম্বর ওয়ার্ড সিপিএফ কমিটির আয়োজনে শারীরিক দুরুত্ব বজায় রেখে গোদাগাড়ী ইউপি ভবন হলঘরে ‘আস্ক ইয়র লোকাল পুলিশ’ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিকে গোদাগাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সিপিএফের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেল এএসপি আসাদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কর্মকর্তা শফিউল আওয়াল এবং সঞ্চালক মনিরা পারভীন উপস্থিত অতিথিদের স্বাগত জানান।
এসময় উপস্থিত ছিলেন, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়র ডাইরেক্টর নজরুল ইসলাম, গোদাগাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম, মানব কল্যাণ পরিষদ- এমকেপির প্রজেক্ট ম্যানেজার মনিরা পারভীন ও উপজেলা কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম।
এছাড়া এসআই আলিয়া খাতুন ও এসআই সাইমুম। কমিউনিটি পুলিশিং সদস্য, ছাত্র, শিক্ষক ও ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনতা, জনতায় পুলিশ, মূলত পুলিশ ও জনগনের মধ্যকার দূরত্ব কমিয়ে পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা তৈরির মাধ্যমে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিয়ে, যৌতুক, নারী নির্যাতন রোধ এবং উগ্র ও সন্ত্রাসবাদ মোকাবিলা করে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত পুলিশের একটি প্রশংসনীয় উদ্যোগ হলো কমিউনিটি পুলিশিং।
তিনি বলেন, মূলত এলাকায় অপরাধ প্রতিরোধ ও আইন প্রয়োগে কমিউনিটি পুলিশিং কিভাবে তারা পুলিশকে সহায়তা করবে এবং করোনা পরিস্থিতিতে করনীয় বিষয়ে কর্মশালার মুখ্য উদ্দেশ্য।
কর্মশালা সম্পর্কে প্রধান অতিথি আরও বলেন, কর্মশালাটি বাস্তবায়নের মধ্য দিয়ে পুলিশ ও জনগনের মধ্যে দূরত্ব কমে আসবে। নাগরিকদের মধ্যে পুলিশি ভীতি দূর হবে। পরস্পরের মধ্যে বিশ্বাস ও আস্থা বাড়বে ও একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। যার মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্যে অর্জন হবে। পরে কর্মশালায় এশিয়া ফাউন্ডেশনের প্রোগ্রাম কর্মকর্তা শফিউল আওয়াল উপস্থিত অতিথিদের নিকট এশিয়া ফাউন্ডেশন ও পিস প্রকল্পের উপর প্রাথমিক ধারণা দেন।
তিনি আরও বলেন, এমকেপিকে সঙ্গে নিয়ে এশিয়া ফাউন্ডেশনের পিস প্রকল্পটি রাজশাহী এলাকায় বাস্তবায়ন করছে।