IMG-LOGO

রবিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
Home >> রাজশাহী >> সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসার পাশে ডাবলু সরকার

সাবেক প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা জিন্নাতুন নেসার পাশে ডাবলু সরকার

ধূমকেতু প্রতিবেদক : দীর্ঘদিন যাবৎ অসুস্থ সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার এর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নিতে শুক্রবার রাত ৯ টার দিকে তাঁর বাসায় যান বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এসময় রাজনীতির অতীত ও বর্তমান নিয়ে আলাপচারিতায় মেতে উঠেন তাঁরা।

আলোচনায় এক পর্যায়ে অধ্যাপিকা জিন্নাতুন নেসা স্মৃতি কাতর হয়ে বলেন, অনার্স দ্বিতীয় বর্ষ অধ্যায়নকালে স্বামীর সাথে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করেছি। বঙ্গবন্ধু আজও আমার অন্তরে সমুজ্জ্বল। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাজনীতির অনেক ভাঙ্গাগড়া দেখেছি। ৭৫ এ বঙ্গবন্ধু স্বপরিবারে হত্যার পরে নানা প্রলোভন দেখানো হয়েছিলো আমাকে। কিন্তু আমি সেইদিকে পা বাড়ায়নি। কারণ আমি মনেপ্রাণে বিশ্বাস করি বাংলাদেশে বঙ্গবন্ধু এখনও বর্তমান।

তিনি বলেন, আমার রাজনৈতিক জীবনে হেনা ভাই (জাতীয় নেতা শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হেনা) ও ভাবীর অকৃত্রিম স্নেহ ও ভালোবাসা পেয়েছি। হেনা ভাই আমার মাথায় হাত দিয়ে আশির্বাদ করেছেন। আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা অকৃপণভাবে আমাকে ভালোবেসেছেন। তিনি আমাকে এম.পি বানিয়েছেন ও মন্ত্রী করেছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ ও চিরঋণী।

ডাবলু সরকারকে উদ্দেশ্য করে বলেন, রাজনীতি ভালোভাবে করে যাও, আমার দোয়া, ভালোবাসা ও শুভ কামনা রইলো। জনগণের সাথে মিশে যাও। আমি শুনেছি জনগণের সেবায় ও মানবতার সেবায় কাজ করে যাচ্ছো। শুনে ভালোই লাগে। কাজ করে যাও, ফল পাবে।

ডাবলু সরকার জিন্নাতুন নেসা তালুকদারকে উদ্দেশ্য করে বলেন, আপনারা আমার পথের পাথেয়। আপনাদের দেখে রাজনীতি শিখেছি। জনগণের সাথে কিভাবে মিশতে হয় এটাও শিখেছি, শিখেছি জনগনের সাথে কিভাবে কাজ করতে হয়। আমার জন্য দোয়া করবেন, আপনাদের আশীর্বাদ নিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র গৃহীত প্রতিটি কর্মসূচীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রিয় নেত্রী প্রিয় আপা শেখ হাসিনা’র প্রতিটি কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখতে আমার নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আজাদ, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বদরুজ্জামান খায়ের, যুগ্ম সম্পাদক শরীফ আলী মুনমুন, সাবেক ছাত্রলীগ নেতা পংকজ দে প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : dhumkatunews20@gmail.com. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news