ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রশাসনিক ভবনের ২১৭ নং রুমে আইকিউএসি (ইন্সটিটিউশনাল কোয়ালিটি এ্যাস্যুরেন্স সেল) এর উদ্যোগে সহকারী অধ্যাপকবৃন্দের ১১ (এগারো) দিনব্যাপী “ফাউন্ডেশন ট্রেনিং” এবং দিনব্যাপী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত কর্মশালা ২০২০-২০২১ উদ্বোধন অনুষ্ঠিত।
রোববার সকাল সাড়ে ৯ টার দিকে অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রাখেন, প্রধান অতিথি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল ইসলাম সেখ।
আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ আবদুল গোফফার খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. সেলিম হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পুরকৌশল অনুষদের ডীন প্রফেসর ড. এন.এইচ.এম কামরুজ্জামান সরকার, পরিচালক গবেষণা ও সম্প্রসারণ প্রফেসর ড. ফারুক হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, আইকিউএসি অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. ইমদাদুল হক।
উল্লেখ্য, স্বাস্থ্য বিধি মেনে এগারো (১১) দিনব্যাপী এই ফাউন্ডেশন ট্রেনিংয়ে বিভিন্ন বিভাগে মোট ৭৩ জন সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।