ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর চারঘাটে ২১ বোতল বিয়ার ক্যানসহ লালন ইসলাম (২৩) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে রাজশাহী জেলার চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রামে অভিযাান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লালন নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন চক গোয়াস এলাকার মৃত মইর উদ্দিনের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়. গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহী জেলার চারঘাট থানাধীন এস.কে. বাদল পূর্বপাড়া গ্রামস্থ নিজাম উদ্দিন (৫০) এর বাড়ী সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২১ টি নীল রংয়ের বিয়ার (ক্যান) যাহার প্রতিটি ক্যানের গায়ে ইংরেজীতে HUNTER PREMIUM QUALITY BEER 330 ml ALC 5% VOL MANUFACTURED AND CANNED BY CROWN BEVERAGE LTD BANGLADESH সহ আসামী লালনকে গ্রেপ্তার করে।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে ঘটনাস্থলে অবস্থান করছিল। আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ২৪ (ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।