ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর কয়ের ডারায় ২০০.২ লিটার চোলাই মদসহ রেজাউল করিম ওরফে রেজা (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
সোমবার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ১০ টার দিকে রাজশাহীর বোয়ালিয়া থানাধীন কয়ের ডারা এলাকায় অভিযাান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রেজা রাজশাহীর শাহমখদুম থানাধীন উত্তর নওদাপাড়া এলাকার মৃত মাহবুব আলী (মাহান) এর ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল রাজশাহীর বোয়ালিয়া থানাধীন কয়ের ডারা কাচা বাজারস্থ ইছারুলের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৫২০ বোতল বা ২০০.২ লিটার মদসহ রেজাউলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছে থাকা ১ টি মোবাইল, ১ টি সীমকার্ড, ১ টি মেমোরিকার্ড ও ১ টি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ২৪(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।