ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ ফটোজার্নালিস্ট আসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের মেজো চাচা রাজশাহী গণপূর্ত অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী ইসলাম শেখ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)।
মঙ্গলবার বাদ যোহর সিএন্ডবি মোড় মনিবাজার সংলগ্ন মাঠে মরহুম ইসলাম শেখের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মহিষবাথান গোরস্থানে দাফনকার্য সম্পন্ন করা হয়।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সদস্য মাসুদ আহম্মেদ, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহাবুবুল হক পাভেল, রাজপাড়া থানা আওয়ামী লীগ সদস্য জানে আলম খান জনি, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু, নিউ গভঃ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমনসহ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার নেতৃবৃন্দ।
এদিকে, বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি আসাদুজ্জামান আসাদের চাচা ইসলাম শেখের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং সাধারণ সম্পাদক ডাবলু সরকার। এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার প্রধান উপদেষ্টা ও বিএফইউজে’র নির্বাহী সদস্য জাবীদ অপু, সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের কার্যনির্বাহী কমিটিসহ সকল সদস্যবৃন্দ।