ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী নগরীর কাটাখালি থানার কাশিয়াডাঙ্গা এলাকা থেকে অপহৃত দুইবোনকে উদ্ধার করেছে থানা পুলিশ। একই দুই বোনকে অপহরণের দায়ে একজনকে আটক করা হয়েছে।
বুধবার কাটাখালি থানার কাপাশিয়া পালপাড়া ঢালন এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
আটক অপহরণকারী নাম মোহর আলী (৩৪)। তিনি রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার সপুরা গ্রামের আব্দুর রশিদের ছেলে।
নগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দস জানান, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আদাড়িয়া পাড়া গ্রামের আজিবর রহমানের ছেলে সুমন আলী কাশিয়ডাঙ্গা থানায় অভিযোগ করেন যে তার বোন (ছদ্মনাম) রোকিয়া বেগম (২২) স্বামীর সাথে মনোমালিন্যের জেরে তাদের বাড়ীতে প্রায় ৩ মাস যাবৎ বসবাস করছিলো। গত ১৪ সেপ্টেম্বর তার বোন রোকিয়া বেগম ও রুবিয়া (১৫) নিখোঁজ হয়। এ ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা বিভাগের উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের তত্বাবধানে তদন্ত শুরু হয়। একই সাথে দুই বোনকে উদ্ধারের জন্য থানার এসআই তাজউদ্দিন আহম্মেদ দায়িত্ব দেয়া হয়।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ বুধবার দুপুরের দিকে কাটাখালি থানার কাপাশিয়া পালপাড়া ঢালন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় আটক করা হয় মোহর আলীকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দুই বোন রোকিয়া বেগম ও তার বোনকে উদ্ধার করা হয়। আটক মোহর আলী পুলিশের কাছে স্বীকার করে গত ১৪ সেপ্টেম্বর রাত ৯টায় আদাড়িয়া পাড়া মোড় হতে বিয়ের প্রলোভন দিয়ে তাকে অপরহরণ করে। অপহরণ করার সময় তার সাথে ছোট বোন থাকায় তাকেও নিয়ে যায়। অপহরণের পর তার রাজশাহীতেই আত্মগোপনে ছিল। আটক মোহর আলীর বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের করা হয়েছে।