ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে ২৫ লাখ টাকার হেরোইনসহ দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার সন্ধ্যা ৭ টার দিকে গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি গ্রামস্থ মহাসড়কের উপর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিশালবাড়ী এলাকার আতাউর রহমানের ছেলে সোহেল (২৭) ও মাদাপুর এলাকার সাইদুর রহমানের ছেলে ইসমাইল (২৪)।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএন্ডবি গ্রামস্থ জনৈক বীরু কামারের বাড়ীর পশ্চিম পার্শ্বে আনুমানিক ৩০ গজ দূরে রাজশাহী টু গোদাগাড়ী গামী মহাসড়কের উপর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য আনুমানিক ২৫ লাখ টাকা। এসময় তাদের কাছ থেকে ৩ টি মোবাইল ও ৬ টি সীমকার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা অবৈধভাবে মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করিয়া রাজশাহী জেলার গোদাগাড়ী থানাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো এবং উক্ত হেরোইন নিজ হেফাজতে রাখিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করিতেছিল। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।