ধূমকেতু প্রতিবেদক : ২০১৯ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা উপলক্ষে নিষেধাজ্ঞা জারী করেছে রাজশাহী মহানগর পুলিশ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারী করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০২/১০/২০২১খ্রিঃ তারিখ হতে ০৯/১১/২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা রাজশাহী মহানগরীর ০৫টি পরীক্ষা কেন্দ্রে যথা-(১) রাজশাহী সরকারি মহিলা কলেজ (২) রাজশাহী সরকারি সিটি কলেজ (৩) নিউ গভঃ ডিগ্রী কলেজ (৪) নওহাটা ডিগ্রি কলেজ ও (৫) নওহাটা মহিলা কলেজ অনুষ্ঠিত হবে।
উক্ত পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে আগামী ০২/১০/২০২১ তারিখ হতে ০৯/১১/২০২১ তারিখ পর্যন্ত পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০(দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ০৪ (চার) জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।