ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর মুর্যাল নির্মাণের উদ্যোগে নিয়ে গত ২৭ জুলাই উচ্ছেদ করা হয় এর চারপাশের অবৈধ দোকানপাট। স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনায় এই পরিকল্পনা গ্রহন করা হয়েছিল। এ জন্য ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযানে নেমেছিলেন উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ নেতৃত্বে সে সময় সেনাবাহিনী, পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে জিরো পয়েন্ট থেকে পানবিড়ির দোকান, ফলের দোকান সহ চা স্টলের পাশাপাশি বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন।
এ দিকে সাংসদের পরিকল্পনা বাস্তবায়নে ইউএনও’র অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগন। ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হলে জাতির জনক বন্ধুবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হবে। সেই সাথে ভবানীগঞ্জ বাজারের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে বলে ধারণা সকলের। এছাড়া জিরো পয়েন্টে এসব অবৈধ স্থাপনার জন্য প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হতো এতে জনসাধারনের ব্যাপক ভোগান্তি পোহাতে হতো।
তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, স্থানীয় সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হকের নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভবানীগঞ্জ বাজারের জিরো পয়েন্টে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। এ জন্য জিরো পয়েন্টের সকল অবৈধ স্থাপনার উচ্ছেদ করা হলো। দ্রæত এখানে বঙ্গবন্ধুর একটি ম্যুরাল নির্মানের কাজ শুর কথা ছিল। ইউএনও শরিফ আহম্মেদের বদলী জনিত কারণে সেটার কাজ আর শেষ হয়নি। তবে জিরো পয়েন্টে স্টাইলস সহ রাতে আলোর ব্যবস্থা করেছেন।
এদিকে, ইউএনও বদলী হওয়ায় উচ্ছেদ করা জিরো পয়েন্টে অসাধু ব্যবসায়ীরা আবারো দোকানপাট বসিয়েছেন। এতে সহযোগিতা করেছেন হাটের ইজারাদার। তারা প্রতিদিনই অবৈধ ওই সকল ব্যবসায়ীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায় করেন। ইজারাদারদের টাকা দেয়ার ফলে প্রশাসনের উচ্ছেদকৃত স্থানে দোকান বসানোর অনুমতি প্রদান করে চলেছেন।
ভবানীগঞ্জ হাটের ইজারাদার এনামুল সরকার বলেন, ইউএনও বদলী হওয়ায় ব্যবসায়ীরাই দোকান বসিয়েছেন। হাটে দোকান বসানোর কারনে আমরা খাজনা নিয়ে থাকি। তবে কেন তাদেরকে জিরো পয়েন্টের উচ্ছেদকৃত স্থানে দোকান বসানো সুযোগ করে দেয়া হচ্ছে সে ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে বাগমারা উপজেলায় সদ্য যোগদানকৃত নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ান বলেন, আমি সম্প্রতি ইউএনও হিসেবে যোগদান করেছি। উচ্ছেদকৃত জায়গায় কোন অবৈধ দোকানপাট বসানোর সুযোগ নেই। কেউ যদি দোকান বসানো চেষ্টা করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।