ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে জাতীয় শিশু দিবস উপলক্ষে পথশিশুদের মাঝে খাবার বিতরণ করেন স্বচ্ছলতা এসোসিয়েশনের সদস্যরা।
শনিবার বেলা ১১ টার দিকে নগরীর ভদ্রা বস্তিতে ২০ জন পথশিশুদের মাঝে জুস, বিস্কুট ও ফুল প্রদান করে তারা।
করোনা মহামারীর মধ্যে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান তৈরি করেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা বলে জানান, প্রতিষ্টানটির সম্পাদক সালমান ফার্সি।
তিনি বলেন, তাদের তারা প্রধাণত চারটি কাজ করেন তার মধ্যে পথশিশুরা অন্যতম। বিশেষ বিশেষ দিবসকে সামনে রেখে নানান রকম কর্মসূচীর আয়োজন করেন তারা। পথশিশুদের সাথে খাবার বিতরণ করে আনন্দ ভাগাভাগি করে নেয় তারা।
এসময় উপস্থিত ছিলেন, স্বচ্ছলতা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সালমান ফার্সি, অর্থ সম্পাদক তাসনিম ওয়াহেদ, রাকিবুল ইসলাম, দপ্তর সম্পাদক শামসুদ্দিন আহমেদ রিফাত, সহ সাংগঠনিক ফাহমিদা ফাতেমা, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আফরাজ ছোয়াদ, তাইমি তাওসিফ প্রমুখ।