ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বেলপুকুরে ২১ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী সিজার আলী (২১) কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (০২ অক্টোবর) বিকাল ৪ টার দিকে রাজশাহীর বেলপুকুর থানাধীন দুর্লভপুর গ্রামস্থ হলিদাগাছি রেলগেট এলাকায় অভিযাান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সিজার রাজশাহীর কাটাখালী থানাধীন টাংগন এলাকার আরিফুল ইসলামের ছেলে।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর বেলপুকুর থানাধীন দুর্লভপুর গ্রামস্থ হলিদাগাছি রেলগেট গামী রাস্তার ওহাব (৫৫), পিতা- মৃত তছির মন্ডলের আম বাগান সংলগ্ন পূর্ব পার্শ্বে কাঁচা রাস্তার উপর অভিযান চালিয়ে ২১ ক্যান বিয়ারসহ আসামী সিজার আলীকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত বিয়ারের মূল্য অনুমান ২১,০০০/- (একুশ হাজার টাকা)।
র্যাব-৫ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় সে অবৈধভাবে মাদকদ্রব্য বিয়ার ক্যান সংগ্রহ করিয়া রাজশাহী বেলপুকুরসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে রাজশাহীর বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণী ৮(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে।