ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের খয়রা বিদ্যুৎ ফুটবল ক্লাবের সদস্যদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, সাবেক ছাত্রনেতা নুরুল ইসলাম ফুটবল সহ জার্সি সেট প্রদান করা করেছেন। বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম সম্বলীত জার্সি সেট উপহার প্রদান করেন তিনি।
রোববার বিকেলে খয়রা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নুরুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে খয়রা বিদ্যুৎ ফুটবল ক্লাবের ৩০ জন সদস্যের মাঝে একটি ফুটবল ও জার্সি সেট প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ আব্দুল বারীক, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য জয়নাল আবেদীন, বাসুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র, সদস্য আহসান হাবিব, প্রভাষক অরুণ কুমার প্রামানিক, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার সাহা।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইনতাজ আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান, উপজেলা যুব লীগের সদস্য সাজ্জাদ হোসেন, ইউনিয়ন কৃষক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইঞ্জিনিয়ার জাহিদ হাসান, জাহাঙ্গীর আলম প্রমুখ।