ধূমকেতু প্রতিবেদক : বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থ্যতা কামনায় রাজশাহী শাহ্ মখ্দুম থানা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বোরবার বাদ আসর নগরীর শালবাগানস্থ বিএনপি কার্যালয়ে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সহীদুন নাহার কাজী হেনা, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহম্মেদ বাবু ও রাজশাহী মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান টিটুসহ সকল অসুস্থ্য নেতৃবৃন্দের সুস্থতা কামনা এবং সকল মৃত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহ্ মখ্দুম থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মাসুদের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্ঠা, সাবেক মেয়র ও সংসদ সদস্য মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক রাসিক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শফিকুল হক মিলন।
এসময় উপস্থিত ছিলেন, শাহ্ মখ্দুম থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সহ সভাপতি ফরিদ শেখ, ইসমাইল হোসেন ও আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইফুল হোসেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালু, ১৫ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবলু, ২১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কালাম।
আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, মহানগর ছাত্র দলের সাধারণ সভাপতি আসাদুজ্জামান জনি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আকবার আলী জ্যাকি ও সহ সভাপতি নাজমুস সাদাত সান, শাহ্ মখ্দুম থানা বিএনপির যুগ্ম আহবায়ক মিলন, আশরাফ, রন, হারান, শাহ্ মখদুম থানা ছাত্রদলের আহবায়ক ডলার ও সদস্য সচিব মৃদৃলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।
দোয়া পরিচালনা করেন, মালবাগান শাহী জামে মসজিদের পেশ ইমাম।