ধূমকেতু প্রতিবেদক : বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ উপলক্ষে বাংলাদেশ শিশু অধিকার ফোরামের সহযোগিতায় উন্নয়ন ও মানবাধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর শিশু সদস্যদের অংশ গ্রহণে ‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’ এই স্নোগানে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
নগরীর ঘোড়ামারাস্থ লফস কার্যালয়ের সামনে দিবসটি উপলক্ষ্যে শিশুরা ক্যাম্পেইন কর্মসূচীতে অংশগ্রহণ করে।
এসময় লফস এর শিশু সদস্যসহ সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, সুপারভাইজার টুম্পা পালসহ অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সকলে একই দাবী শিশু নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই।