ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : দীর্ঘ সময় নিজের কর্ম জীবন যে প্রতিষ্ঠানে অতিবাহিত করেছেন সেই প্রতিষ্ঠানের জানাযা অনুষ্ঠিত হল ওমর আলীর। ওমর আলী ১৯৭৪ সালে ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন।
সততা আর নিষ্ঠার সাথে নিজের চাকরী জীবন শেষে ২০১৫ সালে অবসরে যান। সেই ব্যক্তিটি মঙ্গলবার সকালে নিজ বাড়ি মচমইল গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৭ বছর।
মৃত্যুকালে স্ত্রী, সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার শেষ ইচ্ছা ছিল একই প্রতিষ্ঠানের অবসর প্রাপ্ত ধর্মীয় শিক্ষক আব্দুল জব্বার স্যার যেন জানাযার নামাজ পড়ান। তার সেই ইচ্ছানুযায়ী আব্দুল জব্বার স্যার জানাযার নামাজ পড়িয়েছেন।
৪র্থ শ্রেণীর কর্মচারী হলেও তিনি ছিলেন সদা মনের সহজ সরল একজন মানুষ। সেই মানুষটির মৃত্যুর সংবাদ পেয়ে শেষ বারের মতো দেখতে ছুটে এসেছেন অনেকেই। বেলা ১১ টায় মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জানাযা শেষে পরিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
মরহুম ওমর আলীর জানাযায় উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন খান, সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালেক মল্লিক, আহসান হাবিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী, পরিবারবর্গ, আত্মীয় স্বজন, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত জানাযায় ২৫ টি কাতারে হাজারো ধর্মপ্রাণ মুসল্লী উপস্থিত ছিলেন। এদিকে সাবেক এই কর্মচারীর মৃত্যুতে বিদ্যালয়ের পক্ষ থেকে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।