ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের তৃতীয় তলায় লাগানো হয়েছে নতুন সাতটি এসি।
বুধবার বাদ আসর সাহেব বাজার বড় মসজিদের তৃতীয় তলায় লাগানো এসিগুলোর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠান পরিচালনা করেন, সাহেব বাজার বড় মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল গণি।
অনুষ্ঠানে বক্তব্য দেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, সাহেব বাজার বড় মসজিদ কমিটির সভাপতি শাহ মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক আলহাজ¦ আলিফ উদ্দিন সহ মুসল্লিরা।