ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির কমিটির সাথে আইন শৃংখলা বাহিনীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় বাগমারা থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসআই তারেকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর সার্কেল রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সিংহ, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিজন সরকার, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক নিমাই সরকার, বাগমারা থানার (ওসি) তদন্ত আফজাল হোসেন, হাট-গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম, তাহেরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুর রাজ্জাক, যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কবির হোসেন প্রমুখ।
উক্ত মতবিনিময় সভায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভার ৮৬টি মন্দির কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। তাই শান্তিপূর্ণভাবে যেন শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। দূর্গাপূজার সময় কোন ভাবেই বিশৃংখলা সৃষ্টি করা যাবে না। কেউ যেন মাদকদ্রব্য পান না করে সে জন্য মন্দির কমিটির সদস্যদের সজাগ থাকতে হবে। মাদক সেবনের ফলে লোকজনের মাথা নষ্ট হয়ে বিশৃংখলা ঘটানোর চেষ্টা করে।
তিনি আরও বলেন, প্রতি বারের ন্যায় এবার মন্দিরে স্থায়ী ভাবে আইন শৃংখলার সদস্য থাকবে না। তবে জরুরী ভিত্তিতে তারা প্রতিটি মন্দির পরিদর্শন করবেন। স্টাইকিং ফোর্স হিসেবে ভূমিকা পালন করবে পুলিশ সদস্য। যে কোন প্রয়োজনে মন্দির কমিটির লোকজন আইন শৃংখলা বাহিনীর সহযোগিতা পাবেন। সেই সাথে মন্দির কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক রাখতে হবে। তারাই মূলত প্রাথমিক ভাবে মন্দিরের শৃংখলা বজায় রাখার কাজ করবেন।