ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর মিঞাপাড়া এলাকার বাসিন্দা সিটি হার্ডওয়ারের মালিক ওভি ও নেভির আব্বা প্রবীন আওয়ামী লীগ নেতা মরহুম মাতাব্বর হোসেনের ছেলে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও হোটেল সুইস ইন্টার ন্যাশনালের মালিক মোকাদ্দেক হোসেন লাবলুর বড় ভাই রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক নুরে ইসলাম মিলন’র চাচা মোশারফ হোসেন বুলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রোববার সকাল ৯টার সময় মিঞাপাড়াস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিসসহ একাধিক রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার বাদ যোহর রানিবাজার জামে মসজিদে মরহুমের জানাযার নামাজ শেষে কাদিরগঞ্জ কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।