ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর বানেশ্বরে ৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
শনিবার (০৯ অক্টোবর) বিকাল পৌনে ৪ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ নাটোর টু রাজশাহী মহাসড়কে অভিযাান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজশাহী জেলার কাটাখালী থানাধীন জাগিরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে তরিকুল ইসলাম ওরফে হিমেল (২৪) ও মৃত হাছেন শাহার ছেলে মিন্টু আহম্মেদ (৩৫)।
র্যাব-৫ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারস্থ নাটোর টু রাজশাহী মহাসড়ক এর পশ্চিম পার্শ্বে এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিস অফিসের সামনে ফাঁকা জায়গার উপর অভিযান চালিয়ে ৯৭ পিচ ইয়াাব ট্যাবলেটসহ দুই জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থাকা ০২ টি মোবাইল, ০৩ টি সীমকার্ড, ০২ টি মেমোরিকার্ড, ০১ টি মোটরসাইকেল ও ০১ টি মোটরসাইকেল মিটার জব্দ করা হয়।
র্যাব-৫ আরও জানায়, আসামীদের বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, এর ৩৬ (১) সারণী ১০(ক)/৪১ধারায় মামলা দায়ের করা হয়েছে।