ধূমকেতু প্রতিবেদক : গভীর রাতে ভেঙ্গে পড়েছে ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কার্যালয়।
তবে অল্পের জন্য প্রাণে বেঁচে যান রাজশাহী প্রেসক্লাবের সংগ্রামী সভাপতি সাইদুর রহমান। ঘটনার সময় তিনি প্রেসক্লাবের ভেতরেই শুয়ে ছিলেন জানা যায়।
এতোদিন ভবনটিতে ঝুঁকি নিয়েই দুটি অফিসের কার্যক্রম চলছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানান, যেভাবে ভবনটির সামনের অংশ ভেঙে পড়েছে, সেটি দিনের বেলা বা মধ্য রাতের আগে হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। কারণ ওই স্থানে প্রচুর জনসমাগম লেগেই থাকে। এই অবস্থায় ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
বোয়ালিয়া থানা ওসি নিবারণ চন্দ্র বর্মন বলেন, ভবনটি সামনের অংশ মারাত্মকভাবে ধসে পড়েছে। জরাজীর্ণ এ ভবনটি এখন সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। দিনের কোন এক সময় এ ঘটনা ঘটলে বহু হতাহতের ঘটনা ঘটতে পারত।
তিনি আরও বলেন, ১৯৪৫ সালে ভবনটি নির্মাণ করা হয়। পুরনো এই ভবনটি অনেক আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিলো। কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার ভয়ে ভবনটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হয়নি।