ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত নগরীর বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন সিটি মেয়র। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
মহানগরীর নিউ মার্কেটের নবরূপ পূজা মন্ডপ থেকে পরিদর্শন শুরু করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এরপর শ্রী রামকৃষ্ণ আশ্রম মন্ডপ, অলকার মোড়ে লাঠিয়াল ও এ্যারোহেড পূজা মন্ডপ, রাণীবাজারে টাইগার-১, বৈষ্ণভ সভা, রাজশাহী ধর্মসভা মন্ডপ, ঘোড়ামারা এলাকায় বিভিন্ন মন্ডপ, মন্নুজান স্কুলের সামনের মন্ডপ, আলুপট্টিতে পদ্মা মন্দির, কসমস, সর্বজয়ী সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আসলাম সরকার, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান কালু।
আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাজশাহী মহানগরের শ্যামল কুমার ঘোষ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, রাজশাহী মহানগরের সভাপতি অলোক কুমার ঘোষ, সাধারণ সম্পাদক এ্যাভোকেট সরৎ চন্দ্র সরকারসহ পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।