ধূমকেতু প্রতিবেদক : নারীদের কর্মক্ষম করে গড়ে তুলে স্বাবলম্বী ও ক্ষমতায়িত করতে ২৪ অক্টোবর রোববার থেকে পাঁচদিনব্যাপি ফ্যাশন ডিজাইনিং বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়।
বৃহস্পতিবার ছিলো এর শেষ দিন। সমাপনি দিনে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার অভিজিত সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এসময়ে তিনি বলেন, একটি দেশের উন্নয়ন করতে হলে নারী পুরুষসহ উভয়কে কাজ করতে হবে। একটি গোষ্ঠিকে বাদ দিয়ে উন্নয়ন করা কোনভাবেই সম্ভব নয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের পাশাপাশি নারী উন্নয়নে বিশেষ ভূমিকা রেখে চলেছেন। মেয়েদের জন্য শিক্ষা উপবৃত্তি ও অবৈতনিককরণ, ব্যবসার জন্য সহজ শর্তে ব্যাংক থেকে ঋনের ব্যবস্থা, রাজনীতির ক্ষেত্রে সংরক্ষিত আসন করা এবং চাকরীর ক্ষেত্রে নারী কোটা করে নারীদের কর্মক্ষেত্রে প্রবেশের ব্যবস্থা করে দিয়েছেন বলে জানান তিনি।

প্রধান অতিথি আরও বলেন, প্রশিক্ষণ নিয়ে শুধু বসে থাকলে হবেনা। প্রশিক্ষণকৃত জ্ঞান কাজে লাগিয়ে নিজের, পরিবারের এবং দেশের উন্নয়নে এগিয়ে আসতে হবে। অন্যান্য নারীদের কর্মক্ষেত্রে প্রবেশে উৎসাহিত করতে হবে। তাহলে নারীর উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে। কারণ অর্থনীতিতে নারীদের অবদান থাকলে পরিবার, সমাজ তথা দেশের উন্নয়ন এবং সিদ্ধান্তের ক্ষেত্রে মতামত দিলে তা মেনে নিতে বাধ্য হবে। শুধু তাই নয় পুরুষ শাসিত সমাজে নিজেদের অবস্থান তৈরী করতে সক্ষম হবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে উপস্থিত ৩০জন প্রশিক্ষনার্থীর হাতে সনদ তুলে দেন তিনি।
উইমেন এন্টারপ্রিনার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব) রাজশাহীর আয়োজনে নগরীর আসাম কলোনী পার হাউজ মোড়ে নারী হস্ত শিল্প উন্নয়ন প্রতিষ্ঠানে এস.এম.ই ফাউন্ডেশনের অর্থায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়েব রাজশাহীর সভাপতি আঞ্জুমান আরা পারভীন লিপির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ঢাকা ওয়েব এর সমন্বয়কারী রিনা রানী পাল ও প্রশিক্ষক ফ্যাশন ডিজাইনার মিজানুর রহমান মিনু। প্রশিক্ষণে মহানগরীর বিভিন্ন ওয়র্ডের মোট ৩০জন নারী অংশগ্রহণ করেন।