ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০ জন শিক্ষার্থীর মাঝে এই অর্থ প্রদান করা হয়েছে।
সমতলে বসবাসরত বিশেষ এলাকার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী কার্যালয় হতে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রতিমাসে প্রাথমিক পর্যায়ের ২০০ এবং মাধ্যমিক পর্যায়ে ৫০০ টাকা করে এক বছর শিক্ষা বৃত্তি প্রদান করা হবে।
উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা ফারুক সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ তুলে দেন রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. মাহমুদ হাসান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরা খাতুন, বাগমারা ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সমরেশ কুমার সরকার, চাঁন্দের আড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আশরাফ আলী প্রমুখ।
এসময় উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ১০ জন এবং দুইটি উচ্চ বিদ্যালয়ের ১০ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ প্রদান করা হয়েছে।