ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী মহানগরীর তালাইমারি ‘শহীদ চত্বর’ ৭১ ম্যুরাল’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতি ম্যূরালের উদ্বোধন করা হয়েছে।
বুধবার তালাইমারী গণবধ্যভূমি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যুরালটির উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সাবেক এমপি ও মেয়র বীর মুুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী।
স্বাগত বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা সংসদ রাজশাহী মহানগর ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক এমপি ও প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিনাতুন নেসা তালুকদার, বাংলাদেশ শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব আলম মান্নান, রাজশাহী লেখক পরিষদ ও কবি কুঞ্জ রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সদ্য সাবেক সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ সাবেক সভাপতি মোঃ হাসেন আলী, রাসিকের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আরমান আলী।
সঞ্চালনা করেন, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযোদ্ধা’ ৭১ এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।