ধূমকেতু প্রতিবেদক : জেল হত্যা দিবস উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক ৫টি থানা এলাকার বিভিন্ন স্থানে সাড়ে ৬ হাজার প্যাকেট এবং প্রায় ৩০টি মাদ্রাসায় উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার মহানগর আওয়ামী লীগের কার্যালয়, মতিহার থানার আওতায় নাজির মোড় ও কাজলা এলাকায়, বোয়ালিয়া পূর্ব থানার আওতায় বেলদারপাড়ায়, রাজপাড়া থানার আওতায় সিএন্ডবি মোড়ে, বোয়ালিয়া পশ্চিম থানার আওতায় পিডিবি মোড়ে, শাহ মখদুম থানা এলাকার আওতায় নওদাপাড়া বাজারে গরীব ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহীন আকতার রেনী ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ সংশ্লিষ্ট থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।