ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় র্যাব ও পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ সহ জন গাজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গাজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে করেছে র্যাব।
এছাড়াও পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৯ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন এমদাদুল হক (২৮), আবু বাক্কার (৩৫), আব্দুর রাজ্জাক (২৯), প্রভাষ (২৮), জাহিদুল ইসলাম (২৮), আব্দুস সাত্তার (৬০), আশরাফ আলী (১৯), ছকিনা বিবি (৪২) এবং জিন্নতুন বিবি (৪০)।
আদালতে দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভুক্ত হওয়ায় তাদেরকে বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও র্যাবের অভিযানে ২ কেজির অধিক পরিমান গাজা সহ মচমইল গ্রাম থেকে রাকিব হোসেন (৩৮)কে গ্রেপ্তার করে। রাতেই র্যাবের পক্ষ থেকে রাকিব হোসেনের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।