ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ১৩ জুয়ারিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃত আসামীরা হলো, হাসিবুল হাসান মুন্না (৩৫), উজ্জল (২১), কবির আলী (৩৩), বাবুল (৩৬), উকিন (৪৬), যুবরাজ (৩৫), মঞ্জুর (৩৫), জনি আলী (২২), আলাল (৩৫), মিলন (৩৫), হাসান (৩২), বকুল হোসেন (২৪) ও রায়হানুজ্জামান মিন্টু (৩৭)।
রাজশাহী মহানগর পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, রোববার (৭ নভেম্বর) রাত সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে, এসআই আব্দুর রহমান ও তার টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মতিহার থানার খোজাপুর এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ১৩ জনকে আটক করে। এসময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।